5 Popular Dhamail Song ৫টি জনপ্রিয় ধাামাইল
Singer: Dithi Das দিতি দাস
আপনার পছন্দের গানটি শুনতে চাইলে নীচের ‘টাইম বারে” ক্লিক করুন …..
আমি দেইখা আইলাম কালা 00:00 Ami Deikha Ailam Kala
ওই শোনো গো সংকেত বাঁশি 04:38 Oi Shunogo Shonket Bashi
আমি পাগলিনী হইলাম 11:14 Ami Pagolini Hoilam
শ্যামরে এখন আর কাঁদিওনা 18:18 Shyamre Ekhon Ar Kadiona
বন্ধু যাই তোমারে থুইয়া 23:24 Bondhu Jai Tomare Thuiya
Original Credit:
01. নতুন ধামাইল – দিতি দাস l আমি দেইখা আইলাম কালা গো সই Dithi Das Sylheti Dhamail
Lyrics & Tune: Traditional Dhamil ঐতিহ্যবাহী ধামাইল
02. সংকেত বাঁশি বাজায় গো শ্রীকান্তে – রাধারমনের ধামাইল l দিতি দাস Dithi Das Sylheti Dhamail Gaan
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
03. Dhamail Gaan New আমি পাগলিনী হইলাম – ধামাইল কন্যা দিতি দাস Dithi Das l ami pagolini hoilam
Lyrics: Radharaman Datta রাধারমন দত্ত
04. রাধারমনের ধামাইল – শ্যামরে এখন আর কাঁদিওনা l দিতি দাস Dithi Das l Radharaman Dhamail 2022
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
05. ধামাইল কন্যা দিতি দাসের নতুন গান – বন্ধু যাই তোমারে থুইয়া Dithi Das New Dhamail l bondhu jai tomare
Lyrics & Tune: Traditional Sylheti Dhamail ঐতিহ্যবাহী সিলেটি ধামাইল
Production: MB Gallery Production House – এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song
#Dhamail #DithiDas #ধামাইল
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]
ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। “ধামা” শব্দটি থেকে “ধামালি” বা “ধামাইল” শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান – নাচের আয়োজন করা হয় বলে একে “ধামাইল গান / নাচ” বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
* এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।