Dhamail Gaan Sylheti ধামাইল গান সিলেট
Ek khan Pan Chailam l এক খান পান চাইলাম l Baul Song l Bangla Folk Song
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics: Ram Kanai Das রাম কানাই দাস
Music: Sumon Dewan সুমন দেওয়ান
Dop: Juyel Islam জুয়েল ইসলাম
Edit & Color: Tuhin Islam তুহিন ইসলাম
Direction: Mostaque Bahar মোস্তাক বাহার
Dancers: Smriti, Jerin, Mou, Priti, Panna &্ Lima স্মৃতি, জেরিন, মৌ, প্রীতি, পান্না ও লিমা(Dhamai Chunarughat Dance Team ধামালি চুনারুঘাট নাচের দল)
Production: MB Gallery Production House – এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। “ধামা” শব্দটি থেকে “ধামালি” বা “ধামাইল” শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান – নাচের আয়োজন করা হয় বলে একে “ধামাইল গান / নাচ” বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
* এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।
#Dhamail #DithiDas #ধামাইল
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]
একখান পান চাইলাম lyrics:
একখান পান চাইলাম পান দিলিনা
তোমার সনে কিসের পিরিতি
তোমার সনে কিসের পিরিতি
পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি
আমি প্রেম করবোনা তারও সনে
যেজন প্রেমের ভাব না জানে
সেই প্রেমেতে হয়না বসতি
এগো সেই প্রেমেতে হয়না বসতি
বসতি গো তোমার সনে কিসের পিরিতি
আমার প্রেম করিয়া হইলো জ¦ালা
না করছে যেজন আছে ভালা
প্রেমের বুঝি এমনি রীতি
এগো প্রেমের বুঝি এমনি রীতি
হায় রীতি গো তোমার সনে কিসের পিরিতি
দীন রাম কানাই বলে সুজনে সুজনে মিলে
প্রেম করিলে হয়না দূর্গতি
মরনে হয় সঙ্গেরও সাথি
এগো মরনে হয় সঙ্গেরও সাথি
হায় সাথি গো তোমার সনে কিসের পিরিতি