Sylheti Dhamail Gaan 2022 ধামাইল গান সিলেট ২০২২
Shuno Go Kokila Aji শুনো গো কোকিলা আজি
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta রাধারমন দত্ত
Dop : Shakil Ahmmed
Edit & Color: Dithi Das (দিতি দাস)
Production: MB Gallery Production House – এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song
In Association With:
** Dhamali Chunarughat (Youtube Channel: Dhamali BD / dhamalibd (ধামালি চুনারুঘাট)।
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। “ধামা” শব্দটি থেকে “ধামালি” বা “ধামাইল” শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান – নাচের আয়োজন করা হয় বলে একে “ধামাইল গান / নাচ” বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
* এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
* এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
* মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
* পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।
#Dhamail #DithiDas
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]
শোন গো কোকিলা আজি লিরিক্সঃ
শোন গো কোকিলা আজি তোমারে জানাই
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই
এখন বসন্ত কাল গো
শ্রীমতি রাধিকার অঙ্গে জ্বলতেছে আগুন
বাইতে তো সকলে দেখে
ভিতর পুইরা ছাই।
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই
মনে ছিল বাসনা
ফুল বাগানে বেড়াইতাম বন্ধুরে লইয়া
আইলানা আইলানা বন্ধু শুকাইয়া যায়
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই
কোকিল পাইলে বন্ধুরে
আসবার কথা কইও তারে শয়ন মন্দিরে
আইলানা আইলানা করি কি উপায়
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই
ভাইবে রাধারমন কয়
বন্ধুর প্রেমে এতো জ্বালা সহিবার যে নয়
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই
শোন গো কোকিলা আজি তোমারে জানাই
কালার সনে প্রেম করিয়া যত দুঃখ পাই